
দ্য ওয়াল ব্যুরো: কালো জাদু (Black Magic) শিখতে গিয়ে নিজের ‘গুরু’কেই খুন করে বসল এক যুবক! শক্তিশালী হওয়ার কথা ভাবত সে, ঠিক করে কালো জাদু দিয়েই সেই শক্তি অর্জন করবে। কিন্তু বাস্তবে তা করতে গিয়ে নিজেই খুনের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল বছর ২৫-এর রৌনক সিং চাব্বা।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের (Chhattisgarh) ধামতারি জেলায়। বসন্ত সাহু নামে এক ব্যক্তির পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বসন্তকে শেষবার দেখা গেছে রৌনকের সঙ্গে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সেই সূত্র ধরেই রৌনককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জেরার মুখে খুনের কথা স্বীকার করে রৌনক। কিন্তু কেন বসন্তকে কেন খুন করল রৌনক? জানা গেছে, মাস খানেক আগে বসন্তের কাছে কালো জাদু শিখতে শুরু করেছিল রৌনক। কিন্তু নিজে সেই বিদ্যা প্রয়োগ করার জন্য মরিয়া হয়ে ওঠে।
কীভাবে আরও শক্তিশালী হওয়া যায় তারই খোঁজ চালাচ্ছিল রৌনক। সে বিশ্বাস করতে শুরু করে যে শক্তিশালী হতে গেলে তাকে মানুষের রক্ত পান করতে হবে। সেই বিশ্বাস থেকেই এদিন ‘গুরু’ বসন্তকে হামলা করে রৌনক। তাঁকে খুন করে তাঁর রক্ত খেয়ে নেয় সে। তারপর দেহটি পুড়িয়ে দেয়।
বসন্তকে খুন করা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রৌনকের নামে মামলা রুজু করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রয়েছে সে। তবে এই খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে কাটা হাত-পা! দেহ পিষে দিয়ে গেল একের পর এক গাড়ি