Latest News

ওমিক্রন ঠেকাতে বুস্টার নয়, নতুন টিকার কথা ভাবছে কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে ওমিক্রন আতঙ্ক মাথা চারা দিয়ে উঠছে ততই। কোভিডের এই নতুন স্ট্রেন কতটা বিপজ্জনক, তার হাত ধরেই অতিমহামারীর তৃতীয় ঢেউ শুরু হবে কিনা, এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এই পরিস্থিতিতে দাবি উঠেছে ওমিক্রন ঠেকাতে চালু করা হোক ভ্যাকসিনের বুস্টার ডোজ। কিন্তু দিল্লি হাইকোর্টে সম্প্রতি বুস্টার ডোজ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র সরকার। নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানিয়েছেন, এখনই বুস্টারের পরিকল্পনা নেই সরকারের।

তবে? ওমিক্রন ঠেকাতে কী ভাবছে কেন্দ্র?

কোভিডের এই নতুন স্ট্রেনের বিপদ কাটাতে চলতি ভ্যাকসিন গুলি কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নীতি আয়োগ। তারা নতুন ভ্যাকসিন তৈরি ও প্রয়োগের কথা ভাবছে। এ প্রসঙ্গে আদালতে আরও বলা হয়, কেন্দ্রের দুই বিশেষজ্ঞ কমিটি থেকে এখনও বুস্টার ডোজ দেওয়ার কোনও সুপারিশ করা হয়নি।

এখনও পর্যন্ত সরকারের লক্ষ্য রয়েছে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের টিকাকরণ সম্পন্ন করা। টিকার দুটি করে ডোজ এখনও পাননি অনেকেই। ছোটদের টিকা দেওয়ার কথাবার্তাও চলছে।

You might also like