
তবে? ওমিক্রন ঠেকাতে কী ভাবছে কেন্দ্র?
কোভিডের এই নতুন স্ট্রেনের বিপদ কাটাতে চলতি ভ্যাকসিন গুলি কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নীতি আয়োগ। তারা নতুন ভ্যাকসিন তৈরি ও প্রয়োগের কথা ভাবছে। এ প্রসঙ্গে আদালতে আরও বলা হয়, কেন্দ্রের দুই বিশেষজ্ঞ কমিটি থেকে এখনও বুস্টার ডোজ দেওয়ার কোনও সুপারিশ করা হয়নি।
এখনও পর্যন্ত সরকারের লক্ষ্য রয়েছে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের টিকাকরণ সম্পন্ন করা। টিকার দুটি করে ডোজ এখনও পাননি অনেকেই। ছোটদের টিকা দেওয়ার কথাবার্তাও চলছে।