Latest News

ওমিক্রন: নবান্নকে ওয়ার রুম সক্রিয় করতে বলল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: সাবধানের মার নেই! কোভিডের দ্বিতীয় ঢেউ চরম শিক্ষা দিয়ে গিয়েছে। তাই কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট মাথা তুলতেই পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে ওয়ার রুম ‘অ্যাক্টিভেট’ করতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও পাঠিয়েছে দিল্লি। তাতে বলা হয়েছে, গত এক সপ্তাহে কোভিডের যত নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে পজিটিভিটি ১০ শতাংশ হলেই সতর্ক হয়ে যেতে হবে। অথবা অক্সিজেন সাপোর্টে থাকা আইসিইউ বেডের ৪০ শতাংশ অকুপেন্সি থাকলে সতর্ক থাকতে হবে রাজ্যকে।

স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও দ্রুত হারে ছড়াচ্ছে। বর্তমানে দেশে কমবেশি ২০০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এর মধ্যে দিল্লি ও মুম্বইতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই রাজ্যে ১০৮ জন কোভিড রোগীর শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে। এর পরই রয়েছে তেলেঙ্গনা, রাজস্থান, কেরল ও গুজরাত।

স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের কথায় এভাবেই এক জন দুজন করে সংক্রমণ ছড়ায়। সুতরাং এই সংখ্যা যে বাড়বে না তার নিশ্চয়তা নেই। বস্তুত ডেটা অ্যানালিসিস করে ও পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখেই রাজ্যগুলিকে সতর্ক হতে বলা হয়েছে।

কোভিডের সংক্রমণের হার কমে যাওয়ার ফলে বহু রাজ্যে কোভিড হাসপাতালে বেডের সংখ্যা কমানো হয়েছে। কোভিড হাসপাতালগুলিকে ফের আগের মতোই সাধারণ হাসপাতাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, আপৎকালীন ভিত্তিতে ফের কোভিড বেড বাড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সে জন্য পরিকাঠামো বাড়াতে অর্থের সংস্থানও রাখতে হবে।

You might also like