
সূত্রের খবর, প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাকসিন নিলে দ্বিতীয় ডোজ নির্দিষ্ট সময়ের অনেক আগেই নিয়ে ফেলা যাবে। চাইলে প্রথম ডোজের চার সপ্তাহের মধ্যে পরের ডোজ নিতে পারবেন গ্রহীতারা। আর এখন কোভিশিল্ডের দুই ডোজের মধ্যে দূরত্ব সাধারণত ১২ থেকে ১৬ সপ্তাহ।
সদ্যোজাত শিশুর গলায় পা দিয়ে খুন করল কিশোরী মা, ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদে
কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে এই দীর্ঘ অপেক্ষাতে অনেকেই নানা সমস্যায় পড়েন। বাইরে কোথাও যাওয়ার থাকলে বা জরুরি কিছু কাজ থাকলে এই অপেক্ষা করা সম্ভব নয়। আর সব জায়গাতেই দুটি ভ্যাকসিন ডোজের সার্টিফিকেট অথবা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট।
গত মে মাসে ভ্যাকসিনের মধ্যেকার এই দূরত্ব দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। দেশের সকলে যাতে অন্তত একটি করে ডোজ যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যান সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট হাসপাতাল থেকে যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের জন্য এই সুবিধা দেওয়া হতে পারে শিগগিরই।