
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড পরিস্থিতি (Covid Situation) খতিয়ে দেখল কেন্দ্রীয় সরকার। এরপরে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে, দৈনিক কতজন কোভিড পজিটিভ হচ্ছেন, কতদিনে সংক্রমণ দ্বিগুণ হচ্ছে, কোনও একটি এলাকায় অনেকে কোভিড পজিটিভ হচ্ছেন কিনা, তার ওপরে নজর রাখতে হবে। সেইসঙ্গে বলা হয়েছে, বড়দিন ও নববর্ষের উৎসবের আগে স্থানীয়ভাবে লকডাউন করা যেতে পারে।
ভারতের ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০৪ জন। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। সেখানেই ওমিক্রন সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি হারে। এছাড়া দিল্লিতে ৬৪ জন, তেলঙ্গানায় ২৪ জন, কর্নাটকে ১৯ জন, রাজস্থানে ২১ জন ও কেরলে ১৫ জন ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন।
দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বুধবার ঘোষণা করেছে, ক্রিসমাস বা নিউ ইয়ার্স ইভ পালনের জন্য জমায়েত করা চলবে না।