
দ্য ওয়াল ব্যুরো : দেশে শুরু হয়েছে করোনা অতিমহামারীর সেকেন্ড ওয়েভ। এই পরিস্থিতিতে সংক্রমণ কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রত্যেক ৪৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী কর্মীদের টিকা নিতে পরামর্শ দেওয়া হল। মঙ্গলবার সরকার বিবৃতি দিয়ে বলেছে, কোভিড ১৯-এর সংক্রমণ রোখার জন্য যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বয়স ৪৫ বা তার বেশি, তাঁদের সকলকে ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পরেও তাঁদের কোভিড বিধি মেনে চলতে হবে।
গত সোমবার দেশে প্রথমবার এক লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হন। মঙ্গলবার ৯৬ হাজার ৯৮২ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৪৪২ জন। অতিমহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে রোজ প্রায় ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার জানা গিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৮৮ জন।
দিল্লিতে করোনা ঠেকাতে জারি হয়েছে নাইট কার্ফু। আপাতত রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কার্ফুর নিয়ম বজায় থাকবে। চলতি মাস জুড়ে অর্থাৎ, ৩০ এপ্রিল পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।
গত মাস থেকে বাকি দেশের মতো নয়াদিল্লিতেও কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে। স্বাস্থ্যবিধির প্রাথমিক নিয়মগুলোও কেউ তেমন তোয়াক্কা করছিলেন না। ভিড়, জমায়েত এবং সামাজিক অনুষ্ঠানে দেদার জমায়েত প্রশাসনের রাতের ঘুম কেড়েছিল। এ নিয়ে চিকিৎসক মহল আগেই সতর্কবার্তা দিয়েছিল। সাধারণ মানুষ সতর্ক না হলে সংক্রমণের হার খুব কম সময়ে হু হু করে বাড়তে পারে, সেকথাও সোজাসুজি বলা হয়। কিন্তু প্রশাসনিক ঢিলেমি এবং জনতার গা ছাড়া মনোভাবের জেরে সংক্রমণের গ্রাফ চড়চড় করে বাড়তে থাকে। শুক্রবার সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কেজরিওয়াল। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, অর্থনীতির কথা মাথায় রেখে আপাতত তাঁর প্রশাসন কোনওভাবেই লকডাউনের রাস্তায় হাঁটবে না। যদিও বেশ কিছু নিয়মের কড়াকড়ি যে আনা হতে পারে, সেদিন তার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কেজরিওয়াল বলেন, ‘সাম্প্রতিক অবস্থা বিবেচনা করে আমরা লকডাউন জারি করতে চাই না। যদিও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। জনতার কথা মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
শুক্রবারের পর রাজধানীর করোনা-পরিস্থিতি খারাপ হতে থাকে। সোমবারও নতুন করে ৩ হাজার ৫৪৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। একইদিনে মারা যান ১৫ জন। এরপরই কার্ফু জারির ঘোষণা নেয় কেজরিওয়ালের সরকার।