
দ্য ওয়াল ব্যুরো: ২৪ ঘণ্টাও লাগল না। সুপ্রিম কোর্টের ধমক খেয়ে রাতারাতি পাঁচ বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্রের আইন মন্ত্রক। পাঁচজনই আগামী সোমবার থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতির দায়িত্ব পালন করবেন।
এঁরা হলেন রাজস্থান, পাটনা, মণিপুর এবং এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। পঞ্চমজন পাটনা হাইকোর্টেরই এক সিনিয়র বিচারপতি। অনেক আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম তাঁদের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসাবে মনোনীত করেছিল। কিন্তু আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) আপত্তিতে তাঁর মন্ত্রক পাঁচজনের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেনি এতদিন।
শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এসকে কল এবং এএস ওকার ডিভিশন বেঞ্চ অ্যাটর্নি জেনারেল ভি ভেঙ্কটরমানির মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দেন। বেঞ্চ বলে বিচারপতি নিয়োগে এই টালবাহানা আদালত দিনের পর দিন সহ্য করবে না। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা না হলে সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বেঞ্চ অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলে, আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।
লক্ষণীয় হল, অ্যাটর্নি জেনারেল শুক্রবার এজন্য দশ দিন সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু শনিবারই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে আইনমন্ত্রক। এমনকী, আইনমমন্ত্রী রিজিজু টুইট করে পাঁচ বিচারপতিকে পদোন্নতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
বিচারপতি নিয়োগ: কঠোর পদক্ষেপ করতে বাধ্য করবেন না, কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি কোর্টের