
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মাদ্রাজ হাইকোর্টের (High Court) বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা ছিল চেন্নাইয়ের আইনজীবী লক্ষণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরীর। কিন্তু আজ শপথ নেওয়া হচ্ছে না তাঁর। তিনি বিচারপতি হতে পারবেন কিনা তা নিয়েও ঘোর সংশয় দেখা দিয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর শপথ অনুষ্ঠান আটকে দিয়েছেন।
প্রধান বিচারপতির বেঞ্চ মঙ্গলবার আদালতের শুরুতেই গৌরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শুনানি করবে। ওয়াকিবহাল মহলের মতে, আদালতের ইতিহাসে এমন ঘটনা নজিবিহীন।
সোমবার গৌরীর নাম বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের আইন মন্ত্রক। টুইট করে সেই খবর জানান আইনমন্ত্রী কিরেন রিজিজু। গতমাসে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গৌরীকে বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মাদ্রাজ হাইকোর্টের সুপারিশে সিলমোহর দিয়েছিল।
সোমবার রিজিজুর টুইটে তাঁকে বিচারপতি হিসাবে নিয়োগের খবর জানাজানি হতেই আইনজীবী মহলে শোরগোল পড়ে যায়। সুপ্রিম কোর্টের এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, গৌরী এক সময় বিজেপির মহিলা মোর্চার সর্ব ভারতীয় কমিটির সম্পাদক ছিলেন। তিনি সক্রিয় বিজেপি নেত্রী। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছেন প্রকাশ্যে। এমন একজন মানুষ কীভাবে বিচারপতি হতে পারেন।
প্রধান বিচারপতি ১০ ফেব্রুয়ারি এই বিষয়ে শুনানি করবেন বলে জানিয়ে দেন। পরে খবর আসে, মাদ্রাজ হাইকোর্ট মঙ্গলবার সকালেই গৌরী সহ পাঁচ আইনজীবীকে বিচারপতি হিসাবে শপথ নেওয়ার ব্যবস্থা করেছে। সেই খবর প্রধান বিচারপতিকে জানালে তিনি কালক্ষেপ না করে শপথ স্থগিত রাখার নির্দেশ জারি করে মঙ্গলবারই শুনানির সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, গৌরীকে বিচারপতি নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করার সময় কি তাঁর রাজনৈতিক পরিচয় গোপন করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে যে ঘৃণা ভাষণের অভিযোগ রয়েছে সেই বিষয়টিও বা কীভাবে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিটির নজর এড়িয়ে গেল।
অসমে থানায় সামনে ভিড় মহিলা, শিশুর, জন্মের প্রমাণপত্রের খোঁজে হন্যে বহু নারী