Latest News

কোভিডে অনাথ পড়ুয়াদের দশম-দ্বাদশের পরীক্ষার টাকা নেবে না সিবিএসই বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে (covid 19) মানবিক সিদ্ধান্ত নিল সিবিএসই (CBSE) বোর্ড। এই অতিমহামারীতে যেসমস্ত পড়ুয়া (students) তাদের বাবা মা’কে হারিয়েছে, তাদের পড়াশোনার খরচ মকুব করে দেওয়া হল। শুধু দশম আর দ্বাদশ শ্রেনীর ক্ষেত্রে এটি কার্যকর।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, আগামী বছর দশম এবং দ্বাদশ শ্রেনীর যেসমস্ত পড়ুয়া বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে তাদের মধ্যে যারা যারা এই অতিমহামারী পরিস্থিতিতে বাবা-মা’কে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে, পরীক্ষা সংক্রান্ত কোনও টাকা তাদের দিতে হবে না। রেজিস্ট্রেশন ফি বা এক্সামিনেশন ফি, সবটাই মকুব করা হবে।

ইডি সিবিআইকে বিধানসভায় তলব করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

সিবিএসই-র পরীক্ষা পরিচালক সান্যম ভরদ্বাজ এদিন বলেছেন, কোভিড গোটা দেশের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করেছে। পড়ুয়াদের উপর এর প্রভাব বিচার করে সিবিএসই ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য একটি পদক্ষেপ করেছে। এই অতিমহামারীতে যারা বাবা-মা দুজনকেই হারিয়েছে, বা অভিভাবককে হারিয়েছে, তাদের কাছ থেকে আগামী বছরের পরীক্ষার জন্য বোর্ড কোনও টাকা নেবে না।

এক্ষেত্রে স্কুলগুলির প্রতি নির্দেশ দিয়েছে সিবিএসই বোর্ড। বলা হয়েছে আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেনীর পরীক্ষার জন্য স্কুলগুলি যখন পড়ুয়াদের নাম পাঠাবে তখন এই সমস্ত পড়ুয়াদের বিস্তারিত নথি ও বিবরণও দিতে হবে স্কুলকেই।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like