Latest News

CBSE Term 2: সিবিএসই-র ক্লাস টেন, টুয়েলভের দ্বিতীয় দফার পরীক্ষা ২৬ এপ্রিল থেকে

দ্য ওয়াল ব্যুরো : দশম ও দ্বাদশ শ্রেণির দ্বিতীয় দফার পরীক্ষার সময়সূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) (CBSE Term 2)। ওই দুই শ্রেণির প্রথম দফার পরীক্ষা হয়ে গিয়েছে আগেই। সিবিএসই-র ডেট শিটে বলা হয়েছে, টার্ম টু বোর্ড এক্সাম শুরু হবে ২৬ এপ্রিল থেকে। ক্লাস টেনের পরীক্ষা শেষ হবে ২৪ মে। ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হবে ১৫ জুন।

সিবিএসই জানিয়েছে, অতিমহামারীর জন্য স্কুলগুলি বেশ কিছুদিন বন্ধ ছিল। তাই পড়াশোনার ক্ষতি হয়েছে। সেই হেতু দু’টি পরীক্ষার মধ্যে পরীক্ষার্থীদের আরও সময় দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে দশটা থেকে। দু’টি শিফটে পরীক্ষা হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে সিবিএসই-র অফিসিয়াল ওয়েব সাইটে। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেন-এর সময়সূচি মাথায় রেখেই সিবিএসই-র দ্বিতীয় দফার পরীক্ষার দিনক্ষণ স্থির করা হয়েছে।

সিবিএসই-র টার্ম টু পরীক্ষায় প্রায় ৩৫ হাজার সাবজেক্ট রয়েছে। দু’টি সাবজেক্টের পরীক্ষা যাতে একইদিনে না পড়ে, তা খেয়াল রেখে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে। ভারত বাদে আরও ২৬ টি দেশে সিবিএসই-র পরীক্ষা হবে। তাই দুই শিফটে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।

সিবিএসই-র বিবৃতিতে বলা হয়েছে, গরমকালে এই পরীক্ষা হচ্ছে। তা সত্ত্বেও সাড়ে ১০ টার আগে পরীক্ষা শুরু করা সম্ভব নয়। কারণ ভারত বাদে আরও ২৬ টি দেশে পরীক্ষা হবে। একই কারণে দু’টি শিফটে পরীক্ষা নেওয়াও সম্ভব নয়।

কেন্দ্রের প্রকল্পের নাম পাল্টেছে, শুভেন্দু বললেন, ‘‌টুপি পরানো বাজেট’‌

You might also like