
বলা হয়েছে, পরীক্ষার্থীদের ১০টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড পাঠাবে সিবিএসই বোর্ড। পাঠানো হবে অপারেশন কোডও। সকাল ১০.৪৫-এর মধ্যেই এই পাসওয়ার্ড এবং কোড পৌঁছে যাবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র ছাপতে হবে স্কুলগুলিকে।
ওএমআর শিটে পরীক্ষা হবে। সেগুলি জমা নেওয়ার পর প্যাকিং ও সিল করা হয়ে গেলে স্থানীয় আঞ্চলিক অফিসে পাঠিয়ে দেওয়া হবে। নতুন এই গাইডলাইন অনুযায়ী যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়, তা দেখবেন সেন্টার সুপারিনটেন্ডেন্ট, গাইডলাইনে জানিয়েছে সিবিএসই।