Latest News

সিবিএসই দ্বাদশে নতুন গাইডলাইন, পরীক্ষাকেন্দ্রে যাবে পাসওয়ার্ড, কোডও

দ্য ওয়াল ব্যুরোঃ দ্বাদশের পরীক্ষা নিয়ে নতুন গাইডলাইন জারি করল সিবিএসই বোর্ড। পরীক্ষাকেন্দ্রেই মূল্যায়নের যে কথা হয়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলিতে দায়িত্বে থাকা কর্মীদের নতুন গাইডলাইনও পাঠানো হয়েছে। নতুন এই গাইডলাইন অনুযায়ীই সম্পন্ন হবে দ্বাদশের বাকি পরীক্ষাগুলি।

বলা হয়েছে, পরীক্ষার্থীদের ১০টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড পাঠাবে সিবিএসই বোর্ড। পাঠানো হবে অপারেশন কোডও। সকাল ১০.৪৫-এর মধ্যেই এই পাসওয়ার্ড এবং কোড পৌঁছে যাবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র ছাপতে হবে স্কুলগুলিকে।

ওএমআর শিটে পরীক্ষা হবে। সেগুলি জমা নেওয়ার পর প্যাকিং ও সিল করা হয়ে গেলে স্থানীয় আঞ্চলিক অফিসে পাঠিয়ে দেওয়া হবে। নতুন এই গাইডলাইন অনুযায়ী যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়, তা দেখবেন সেন্টার সুপারিনটেন্ডেন্ট, গাইডলাইনে জানিয়েছে সিবিএসই।

You might also like