
দ্য ওয়াল ব্যুরো: আজ নির্ধারিত সময় বিকাল চারটের আগেই প্রকাশিত হল সিবিএসি-র দশম শ্রেণির ফল। পরীক্ষার্থী ছিল ১৬ লক্ষ। পাশের হার ৮৬.৭ শতাংশ। ছেলেদের তুলনায় ভালো ফল করেছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৮৫.৩২ শতাংশ। মেয়েদের ৮৮.৬৭ শতাংশ।
৫০০-য় ৪৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে চারজন। তারা হল গুরুগ্রামের ডিপিএস স্কুলের প্রখর মিত্তাল, বিজনৌরের আর পি পাবলিক স্কুলের রিমঝিম আগরওয়াল, শামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী আগরওয়াল এবং কোচিনের ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষী জি। ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সায়ন মাঝি । সে সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ।
৯৫ শতাংশ অথবা তার বেশি পেয়েছে ২৭ হাজার ৪৭৬ জন। ৯০ শতাংশ অথবা তার বেশি পেয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৯৩ জন।