Latest News

সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ, দেখে নিন কবে কী পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: বিস্তর টানাপড়েন ও অধীর উৎকণ্ঠার পরে অবশেষে প্রকাশিত হল এ বছরের সিবিএসই পরীক্ষার দশম ও দ্বাদশ শ্রেণির সূচি। সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ওই সূচি থেকে জানা গেছে, ৪ মে থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ১১ জুন পর্যন্ত। পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৫ জুলাই।

জানা গেছে, বেশি দিন ধরে যাতে পরীক্ষা চালাতে না হয়, সে জন্য দু’টি শিফ্টে পরীক্ষা হবে বলে ঠিক হয়েছে। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। প্রথম শিফটে সাধারণ পরীক্ষার্থীদের পরীক্ষা হবে। আর বিদেশের স্কুলগুলির ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয়গুলি নেননি, সেগুলির পরীক্ষা হবে দ্বিতীয় শিফ্টে।

সিবিএসই সূত্রে জানা গিয়েছে, সমস্ত রকম করোনা সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের মাস্ক পরে থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। এ বিষয়ে যাবতীয় তথ্য সিবিএসই-র ওয়েবসাইটে রয়েছে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ৭ জুন এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ জুন।

দেখে নিন সূচি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আগেই জানিয়েছিলেন, এ বছরের মে থেকে জুন পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা চলবে। করোনা আবহে সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সেইমতো ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। আজ সূচি প্রকাশের পরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইটও করেছেন শিক্ষামন্ত্রী।

সিবিএসই-র তরফে জানানো হয়েছে, দুটি প্রধান বিষয়ের পরীক্ষার মধ্যে ‘পর্যাপ্ত সময়’ দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে। তবে অন্য একটি সমস্যা সামনে এসেছে। ওই সময়ে দেশের চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হওয়ার কথা। সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও। যদিও নির্বাচন কমিশন এখনও তারিখ ঘোষণা করেনি, তবু পরীক্ষা ও ভোট একসঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

You might also like