Latest News

CBSE 12 Term 1: স্কুলগুলিতে প্রথম টার্মের রেজাল্ট পাঠিয়ে দিয়েছে বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রথম টার্মের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার। কিন্তু রবিবার রাত পর্যন্ত এই সমস্ত ছাত্রছাত্রীদের (Students) একটা অংশ জানতেই পারেনি নিজেদের রেজাল্ট (CBSE 12 Term 1)। গত ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল।

আরও পড়ুন: আলপনা আঁকার শিক্ষা, অভিনব উদ্যোগ শহরের স্কুলে

সূত্রের খবর বোর্ডের তরফে এই পরীক্ষার রেজাল্টের সফট কপি স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই পড়ুয়ারা নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবে স্কুলের কাছ থেকে।

বোর্ডের তরফে একটি সার্কুলার জারি করে আগেই জানানো হয়েছিল ছাত্রছাত্রীরা কে কেমন রেজাল্ট করল, কেমন নম্বর পেল তা ওয়েবসাইটে জানানো হবে না। তাই বোর্ডের তরফে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হলেও পড়ুয়ারা এখনও তা হাতে পায়নি।

অনেক স্কুলের বক্তব্য আগামী সপ্তাহের মধ্যে পড়ুয়াদের রেজাল্ট দেওয়া হবে। রবিবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ রেজাল্টের সফট কপি স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

গত শনিবার প্রায় এমনই ঘটনা ঘটেছিল দশম শ্রেণির পড়ুয়াদের রেজাল্ট নিয়েও। বোর্ড থেকে রেজাল্ট পাঠিয়ে দেওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের হাতে রেজাল্ট পৌঁছয়নি। তারা জানতে পারেনি কে কত নম্বর পেয়েছে। স্কুলগুলির তরফে বলা হয়েছিল এত ছাত্রছাত্রীকে এত কম সময়ের মধ্যে রেজাল্ট জানানো সম্ভব নয়।

এই পরিস্থিতিতে শহরের কোনও স্কুল বলছে অভিভাবকদের সঙ্গে অনলাইন মিটিং করে রেজাল্ট জানান হবে। কোনও স্কুল আবার ক্যাম্পাসেই রেজাল্ট ঘোষণা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তবে তাতে কিছুটা সময় লাগবে। এত পড়ুয়ার রেজাল্ট একসঙ্গে বিশ্লেষণ করে প্রকাশ করতে সময় লাগছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সিবিএসই-র দ্বাদশের প্রথম টার্মের থিওরি পরীক্ষা হয়েছিল মাল্টিপল চয়েজ প্রশ্নের ভিত্তিতে। কিছু নম্বর দেওয়া হয়েছি প্র্যাকটিক্যাল ও ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেও।

You might also like