Latest News

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা বোর্ডের, কবে থেকে শুরু

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হল (CBSE Exam Schedule)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বৃহস্পতিবার পরীক্ষাসূচি ঘোষণা করল। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা।

বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে, চলবে ২১ মার্চ পর্যন্ত। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা একই দিনে শুরু হলেও শেষ হবে ৫ এপ্রিল।

পরীক্ষার নির্ঘণ্ট সবদিক বিবেচনা করেই তৈরি করা হয়েছে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। সিবিএসই-র তরফ থেকে আগেই প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি জানানো হয়েছিল। আগামী ২ জানুয়ারি সেই পরীক্ষা শুরু হবে।

দশম ও দ্বাদশ দুই শ্রেণির পরীক্ষাই শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। আর শেষ হবে দুপুর দেড়টায়। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এরপর দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। তাই তাদের কথা মাথায় রেখেই এই সূচি তৈরি হয়েছে বলে বোর্ড জানিয়েছে। এমনকী পরীক্ষা প্রস্তুতি নিতে যাতে পড়ুয়াদের কোনও অসুবিধা না হয় তাই দেড় মাস আগে পূর্ণ সূচি প্রকাশ করা হল বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

পরীক্ষার সম্পূর্ণ সূচি জানা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ।

শিক্ষক বদলি এখন হবে না, আবেদন নেবে না উৎসশ্রী, প্রক্রিয়া স্থগিত ছিল আগেই

You might also like