Latest News

ভোট পরবর্তী হিংসা মামলায় ‘জেলবন্দি’ অনুব্রতকে হেফাজতে চায় সিবিআই, আবেদন সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় জেলেই রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এবার ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) তাঁকে হেফাজতে চেয়ে দেশের শীর্ষ আদালতে (Supreme Court) আবেদন জানাল সিবিআই। ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনুব্রত। সেই নির্দেশকেই একপ্রকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী দল (CBI)।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বার কয়েক অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। পরে অবশ্য এই নিয়ে কলকাতা হাইকোর্টে ‘রক্ষাকবচ’ চেয়ে আবেদন করেন বীরভূমের তৃণমুল নেতা। সেই আবেদনেই হাইকোর্ট জানিয়ে দেয়, এখনই এই মামলায় তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

পরে গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। ৫৭ দিনের মাথায় সেই মামলায় চার্জশিটও জমা দেয় সিবিআই অফিসাররা। সেখানে অনুব্রতর একাধিক সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমিজমা ইত্যাদির কথা উল্লেখ করা হয়। আদালতের নির্দেশে বর্তমানে অনুব্রত আসানসোল জেলে রয়েছেন।

এবার ভোট পরবর্তী হিংসা মামলায় নিজেদের হেফাজতে নিতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। তাদের বক্তব্য, অনুব্রতকে যে রক্ষাকবচ দেওয়া হয়েছে তার জেরে তিনি আগাম জামিন পেতে পারেন। এই রক্ষাকবচের ফলে তদন্ত থমকে গেছে। আগামী মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুব্রতর দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি, আবেদন হাইকোর্টে

You might also like