
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়ির কর্মচারী, পরিচারকরাও। তাঁদের একাধিক জনকে নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার সময়ে তাঁরা যেন নিজামে পৌঁছে যান।
কেন এই তলব?
সিবিআই সূত্রে খবর, পার্থবাবুর বাড়িতে যাঁরা থাকেন, রান্নাবান্না সহ অন্যান্য কাজকর্ম দেখাশোনা করেন তাঁদের থেকে জানতে চাওয়া হবে যাতায়াত নিয়ে।
প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলার বাড়িতে অনেকের সঙ্গেই দেখা করতেন। একটা সময়ে তাঁর বিকাশ ভবনে না যাওয়া নিয়ে দলের মধ্যেও আলোচনা ছিল। কার্যত বাড়িকেই শিক্ষা দফতর বানিয়ে ফেলেছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক।
পার্থ আদালতে সওয়াল করতে গিয়ে বলেছেন, উপদেষ্টা কমিটির সঙ্গে তিনি কোনও বৈঠক করেননি। কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, পার্থর বাড়িতে গিয়ে শন্তিপ্রসাদ সিনহা, অশোক সরকাররা দেখা করতেন। সে ব্যাপারেই কাজের লোকদের থেকে জানতে চাইবেন সিবিআই অফিসারেরা।
শুধু তাই নয়, শিক্ষা দফতরের কোন কোন আধিকারিক পার্থর বাড়িতে যেতেন তাও জানতে চাইছে সিবিআই। তাছাড়া অর্পিতা মুখোপাধ্যায় নিয়েও পার্থর বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত এজেন্সি। তাঁদের বয়ানকে সাপ্লিমেন্টরি চার্জশিটে জুড়বে সিবিআই।
পার্থর জামাইয়ের চা-বাগান বন্ধ হয়ে গেল, কর্মহীন ১,৬০০ শ্রমিক