
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে মঙ্গলবার পেট্রল পাম্প বনধের ডাক
কিন্তু হাইকোর্ট নির্দেশ দেওয়ার ১০ দিন কেটে গেলেও সিট এখনও কেন কাজ শুরু করল না সেই প্রশ্ন তুলে ফের আদালতের পথে মামলাকারীদের একাংশ।
জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে মামলা রুজু করবেন তাঁরা। তাঁদের মোদ্দা বক্তব্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশ যথাযথ পালন হচ্ছে না।
মামলাকারীদের অনেকে বলছেন, গত ১৯ অগস্ট হাইকোর্ট নির্দেশ দিয়েছে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে। এখনও সিট কাজই শুরু করেনি। তাহলে তারা আদালতে কী রিপোর্ট দেবে? সিটকে তো দেখাই যাচ্ছে না। কোথায় তাঁরা?
সিবিআই ইতিমধ্যেই জেলায় জেলায় ঘোরা শুরু করে দিয়েছে। শুধু আক্রান্ত বা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলা নয়। কোচবিহার থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত জেলায় জেলায় বিভিন্ন ঘটনার তদন্তে নেমে একের পর এক এফআইআর দায়ের করছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এখনও পর্যন্ত ২৮টি এফআইআর দায়ের করেছে সিবিআই। সোমবারও শান্তিনিকেতন থানা, নানুরে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু সিটের ভূমিকা নিয়ে ফের আদালতে যাচ্ছেন মামলাকারীদের একাংশ।