Latest News

আস্থানার নিয়োগ নিয়ে এবার মামলা হল সুপ্রিম কোর্টে, বিরোধী নিশানায় মোদী-শাহ

দ্য ওয়াল ব্যুরো: রাকেশ আস্থানাকে দিল্লি পুলিশের কমিশনার পদে নিয়োগ নিয়ে এবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। এক আইনজীবী আস্থানার নিয়োগকে অবৈধ বলে মামলা রুজু করেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে শীর্ষ আদালতে।

ইতিমধ্যেই আস্থানার নিয়োগের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে দিল্লি বিধানসভায়। যা কার্যত নজিরবিহীন। প্রাক্তন সিবিআই কর্তার রাজধানীর পুলিশ প্রধান পদে নিয়োগ প্রত্যাহার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে সেই প্রস্তাবে। দিল্লিতে ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) সরকার। কার্যত নরেন্দ্র-মোদী অমিত শাহের সঙ্গে সংঘাতে চলে গিয়েছে কেজরিওয়াল সরকার।

গত মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির পুলিশ কমিশনার পদে আস্থানার নিয়োগের সিদ্ধান্ত জানায়। ৩১ জুলাই বিএসএফের ডিরেক্টর জেনারেল পদ থেকে অবসর নেওয়ার কথা আস্থানার। তবে জনস্বার্থে তাঁর কর্মজীবনের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত আস্থানাকে সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছিল, যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল জাতীয় রাজনীতিতে। ২০১৮-য় এক ঘুষের মামলাকে কেন্দ্র করে তাঁর নাম জড়িয়েছিল। ২০১৯-এ তাঁকে ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল করা হয়।
দিল্লি বিধানসভায় আপের দাবি, সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করা হয়েছে আস্থানার দিল্লি পুলিশ কমিশনার হিসাবে নিয়োগে। আপ বিধায়ক সওয়াল করেন, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, চাকরি জীবন শেষ হতে ৬ মাসের কম সময় আছে, এমন অফিসারকে কোনও শীর্ষ পদে বসানো যাবে না। ২০১৯ এর মে মাসেই সিবিআই প্রধান হওয়ার দৌড়ে তিনি সামনের সারিতেই ছিলেন, কিন্তু শীর্ষ আদালতের রায়ে বিষয়টির উল্লেখ থাকায় তাঁকে বাদ দেওয়া হয়।

যদিও দিল্লি বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি আস্থানাকে দিল্লি পুলিশ প্রধান পদে বসানোর পক্ষে জোর সওয়াল করে বলেন, তাঁর কর্মজীবন, ভূমিকা দেশে একটা উদাহরণ স্থাপন করেছে। উনি দিল্লির উন্নতির জন্য কাজ করবেন। যারা সৎ, তাদের আস্থানার নিয়োগে ভয় পাওয়া উচিত নয়, কারণ দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে উনি কঠোর ব্যবস্থা নেন।

কংগ্রেস পাল্টা আস্থানার নিয়োগ পুরোপুরি বেআইনি বলেছে। দলের মুখপাত্র পবন খেরা বলেন, আস্থানার অবসরের মাত্র চারদিন বাকি থাকতে মোদী সরকার অমিত শাহের সম্মতিতে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি পুরোপুরি বেআইনি, মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।

You might also like