
দ্য ওয়াল ব্যুরো: দিনে দুয়েক আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) দায়িত্ব নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল (Goutam Pal) জানিয়েছিলেন, ‘এবার প্রতিবছর টেট হবে। পর্ষদের সব কাজে স্বচ্ছতা থাকবে।’ এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) সহ-উপাচার্য পদে গৌতম পালের নিয়োগ নিয়েই প্রশ্ন তুললেন তাঁরই এক সহকর্মী। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও ঠুকলেন তিনি।
শুক্রবারের বারবেলায় প্রলয় চক্রবর্তী নামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এক অধ্যাপক গৌতম পালের নিয়োগে স্বচ্ছতা নিয়ে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হওয়ার জন্য যে নিয়মকানুন এবং যোগ্যতার মাপকাঠি মানার দরকার ছিল গৌতম পালের ক্ষেত্রে তা হয়নি। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে গৌতমের নিয়োগ নিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।
প্রলয়ের দাবি, কল্যাণীর সহ-উপাচার্য গৌতমকে রিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে। এ বিষয়ে এদিন প্রলয়ের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতকে জানান, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হওয়ার আইনি যোগ্যতা নেই গৌতমের। পাল্টা গৌতমের আইনজীবী বিরোধিতা করে এই বক্তব্যের। বিচারপতি কৌশিক চন্দ্র, দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর মামলা করার অনুমতি দেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে রয়েছেন গৌতম। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার বহু আগে থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সরকারি নির্দেশের পরেও সুবিধা মেলেনি, অধ্যাপিকার অধিকার নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের