
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরবঙ্গের ময়নাগুড়িতে (Maynaguri)। গাড়ির ধাক্কায় মৃত্যু (death)হল কর্তব্যরত (On duty) পুলিশকর্মীর (Police constable)। দ্রুত গতির একটি গাড়ি (car) এসে পিষে দিয়ে চলে যায় ওই পুলিশকর্মীকে।
মৃতের নাম দুলাল রায়। তিনি ময়নাগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ময়নাগুড়ি থানার অধীনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
সূত্রের খবর, বুধবার ময়নাগুড়ি রোডে কাজের সূত্রে দাঁড়িয়ে ছিলেন তিনি। রাত প্রায় ৯.৩০ নাগাদ একটি দ্রুতগতির গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। তখনই রাস্তায় পড়ে যান দুলাল রায়। এরপরেই গাড়িটি তার মাথা পিষে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ময়নাগুড়ি থানার আধিকারিকরা। এসে পৌঁছেছেন দমকল কর্মীরাও। মৃত দুলাল রায়ের দেহটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাস্তা পরিষ্কার করে দিয়েছেন দমকল কর্মীরা। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জমি বিবাদে পরিবার সমেত জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি! কর্ণাটকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর