খবররাজ্য বাইককে বাঁচাতে গিয়ে গঙ্গায় পড়ে গেল গাড়ি On Jun 1, 2018 Share দ্য ওয়াল ব্যুরো : একটি মোটরবাইককে বাঁচাতে গিয়ে ফরাক্কার ফিডার ক্যানেলের গঙ্গায় পড়ে গেল একটি ম্যাজিক গাড়ি। জখম হয়েছেন পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জখম যাত্রীরা জানান, ফিডার ক্যানেলের রাস্তা দিয়ে একটি মোটরবাইক নিউ ফরাক্কা থেকে এনটিপিসির দিকে যাচ্ছিল। যাত্রীবাহী ম্যাজিক গাড়িটি রাধানগর থেকে নিউ ফরাক্কা আসছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গার পড়ে যায় গাড়িটি । স্থানীয় বাসিন্দারা জখম ব্যক্তিদের উদ্ধার করে এনটিপিসি হাসপাতালে নিয়ে যায়। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে মালদা হাসপাতালে পাঠানো হয়েছে। accidentcargangamurshidabad Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail