
কী বলা হয়েছে সেই প্রস্তাবে? বলা হয়েছে, এবার থেকে চার বছর বা তার কম বয়সি শিশুদের নিয়ে মোটরবাইকে যাতায়াত করতে হলে মানতে হবে একটি নির্দিষ্ট গতিবেগ। ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি বেগে চালানো যাবে না মোটরবাইক।
৯ মাস থেকে ৪ বছর বয়সি শিশুকে নিয়ে বাইকে চলতে গেলে কঠোরভাবেই এই গতিবেগ মানতে হবে, সেই সঙ্গে পরতে হবে ক্র্যাশ হেলমেটও। বাইকে শিশুর সুরক্ষার জন্য বেল্টও ব্যবহার করা যাবে।
তবে এই নিয়ম এখনও লাগু হয়নি। আপাতত এটি খসড়া প্রস্তাব হিসেবেই রয়েছে। আগামীদিনে তা নিশ্চিত হয়ে গেলে নিয়ম মানতে হবে সকলকেই।