Latest News

ক্যানিং লোকালের কামরায় ধুঁকছিলেন অশীতিপর বৃদ্ধ! আরপিএফের তৎপরতায় বাঁচল প্রাণ

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনের (Local Train) কামরায় পড়ে থাকা বৃদ্ধের প্রাণ বাঁচল আরপিএফের (RPF) তৎপরতায়, নজির তৈরি হল ক্যানিংয়ে (Canning)।

সোমবার সন্ধ্যায় শিয়ালদহ-ক্যানিং লোকাল ৬টা নাগাদ ক্যানিং স্টেশনে পৌঁছয়। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় ট্রেনটি। ওই ট্রেনেরই এক কামরায় পড়েছিলেন মৃতপ্রায় এক বৃদ্ধ (Old Man)। ট্রেনের এক যাত্রী তাঁকে দেখতে পেয়ে গার্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ কর্মী। ওই মৃতপ্রায় বৃদ্ধকে ট্রেনের কামরা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কামরার মধ্যে জরাজীর্ণ অবস্থায় পড়েছিলেন বৃদ্ধ। সাহায্যের জন্য কেউ এগিয়ে না এলে হয়তো সেখানেই তাঁর মৃত্যু হত। আরপিএফের তৎপরতায় এ যাত্রা প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। ক্যানিং মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

You might also like