Latest News

মদ খাওয়ার টাকা চাইল পাড়ার ‘দাদা’রা, না পেয়ে সে কী মারধর! ক্যানিংয়ে জখম বাবা-মা-ছেলে

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী যুবকের কাছে মদ খাওয়ার টাকা (Money) চেয়েছিল পাড়ার ‘দাদা’রা। না পেয়ে চলল বেধড়ক মারধর। রেহাই পেলেন না যুবকের বাবা-মাও।

ঘটনাটি ঘটেছে ক্যানিং (Canning) থানার অন্তর্গত দাঁড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায়। সেখানকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল পাড়ার দোকানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই বসে আড্ডা মারছিল কয়েকজন। তাদের নাম, ভোলা, সুশান্ত, অভিমন্যু প্রমুখ। পাড়ায় ‘দাদা’ বলেই পরিচিতি তাদের, রয়েছে যথেষ্ট দাপট। এরাই রামপ্রসাদের কাছে মদ খাওয়ার জন্য ১০০ টাকা দাবি করে বলে অভিযোগ।

টাকা দিতে না পারলে যুবককে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। চলে বেধড়ক মারধর। ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছন রামপ্রসাদের বাবা নেপাল মণ্ডল এবং মা সন্ধ্যা মণ্ডল। অভিযোগ, তাঁদের উপরেও আক্রমণ করা হয়। তিনজনকেই মারধর করে ‘পাড়ার দাদা’রা।

এখানেই শেষ নয়, সন্ধ্যাদেবীকে তুলে রাস্তার উপর আছড়ে ফেলা হয় বলে অভিযোগ। তিনজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সন্ধ্যা মণ্ডলের অবস্থা সংকটজনক বলে খবর।

ঘটনার পর ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের তরফে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ডেঙ্গি কাড়ল প্রাণ! ১০ দিনের জ্বরে মৃত্যু মুর্শিদাবাদের গৃহবধূর

You might also like