Latest News

‘বিদ্রোহীদের’ চিনে নিতে ক্যামেরা বসানো হল কেশপুরের তৃণমূল অফিসে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দলে সবাই ভালো লোক নয়। মন্দ লোকেরা দলের কথা বাইরে বলে বিশৃঙ্খলা তৈরি করছে। এই মন্দ লোকেদের চিহ্নিত করতে ক্যামেরা লাগানো হল কেশপুরের তৃণমূল (TMC ) অফিসে। নেতারা জানান, পার্টি অফিসের নিরাপত্তা তো আছেই, সঙ্গে বিদ্রোহীদের (rebels) চিনে নিতেই এই সিসিটিভি ক্যামেরা।

সাম্প্রতিক সময়ে শাসকের গোষ্ঠী কোন্দলে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য। কেশপুরও (Keshpur) তার ব্যতিক্রম নয়। দিন কয়েক আগে কেশপুর ব্লক তৃণমূল পার্টি অফিসের মধ্যেই তুমুল বিক্ষোভের জেরে স্থগিত করে দিতে হয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক। এরপর সেই পার্টি অফিসে বসেই দলের ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে দলেরই একাংশকে। এরপর বিদ্রোহীদের চিহ্নিত করতে তৃণমূল কার্যালয়ে বসানো হল সিসিটিভি ক্যামেরা।

ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, দলের অন্দরের কথা বাইরে কারা পাচার করে দিচ্ছে তা দেখতেই লাগানো হয়েছে ক্যামেরা। তিনি বলেন, “দলীয় অফিসের নিরাপত্তার বিষয়টি যেমন মাথায় রাখতে হয়, সঙ্গে কারা দলে অশান্তি করতে চাইছে তাদেরও চিনে নেওয়া দরকার। এই জন্যই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এই ইস্যুতে শাসক দলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, “তৃণমূলে কেউ কাউকে বিশ্বাস করে না। তাই দলের অফিসে সিসিটিভি তো লাগবেই। গত কয়েক বছরে পরের পর দুর্নীতিতে কোণঠাসা দলের নেতারা হীনমন্যতাতেও ভুগছেন। কারও উপরেই বিশ্বাস রাখতে পারছেনা না। তাই এই পরিস্থিতিতে ক্যামেরা না লাগিয়ে আর কী বা করবেন!”

সব মিলিয়ে তৃণমূলের অফিসে সিসিটিভির নজরদারি কেশপুরের রাজনীতিকে ফের সরগরম করে তুলল।

অন্তঃসত্ত্বা তরুণীর পিছু ধাওয়া করে যৌনাঙ্গ প্রদর্শন! ১ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

You might also like