
চিনা ব্র্যান্ড অপ্পো, ভিভো, শাওমির প্রযুক্তি জানতে চায় মোদী সরকার, কেন?
বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তারা নথি জমা করার সময় পাবেন। এরপরের ঠিক ২ সপ্তাহের মধ্যে পড়ুয়াদের বিষয় সংক্রান্ত যা বদল করার তা করে ফেলতে হবে। অর্থাৎ নির্বাচিত বিষয় বদল করার জন্য ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন তাঁরা।
কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে সমস্ত পড়ুয়ার ছবি, স্বাক্ষর, মার্কশিট, ও অন্যান্য সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে। আপাতত গোটা প্রক্রিয়া অনলাইন হবে, পরে সমস্ত নথি অফলাইনেও যাচাই করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক এদিন বলেছেন, ছাত্রছাত্রীদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না হলে হিসেবের বাইরে কলেজগুলি অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি করিয়ে নিতে পারে। এই রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে কেউ আর বিষয় বদল করতে পারবেন না। তাই নথি জমা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে যা করার করতে হবে।