Latest News

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়ারা পছন্দের বিষয় বাছতে পারবে ডিসেম্বর পর্যন্ত

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of calcutta) অধীন কলেজগুলিতে চলতি শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী (Students) স্নাতক স্তরে ভর্তি হয়েছেন তাঁদের বিস্তারিত তথ্য, নথি জমা দিতে হবে নভেম্বরের মধ্যে। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কাছে এই তথ্য জমা করার পরেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ছাত্রছাত্রীরা তাঁদের নির্বাচিত বিষয় বদলের সুযোগ পাবেন ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

চিনা ব্র্যান্ড অপ্পো, ভিভো, শাওমির প্রযুক্তি জানতে চায় মোদী সরকার, কেন?

বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তারা নথি জমা করার সময় পাবেন। এরপরের ঠিক ২ সপ্তাহের মধ্যে পড়ুয়াদের বিষয় সংক্রান্ত যা বদল করার তা করে ফেলতে হবে। অর্থাৎ নির্বাচিত বিষয় বদল করার জন্য ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন তাঁরা।

কলেজগুলিকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে সমস্ত পড়ুয়ার ছবি, স্বাক্ষর, মার্কশিট, ও অন্যান্য সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হবে। আপাতত গোটা প্রক্রিয়া অনলাইন হবে, পরে সমস্ত নথি অফলাইনেও যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক এদিন বলেছেন, ছাত্রছাত্রীদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না হলে হিসেবের বাইরে কলেজগুলি অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তি করিয়ে নিতে পারে। এই রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে কেউ আর বিষয় বদল করতে পারবেন না। তাই নথি জমা দেওয়ার ২ সপ্তাহের মধ্যে যা করার করতে হবে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like