
দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থানে আছে দিল্লি বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় স্থানে আছে জেএনইউ। তবে এই দুটোই কেন্দ্রীয় সরকার চালিত বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমে আছে কলকাতা, সবমিলিয়ে তৃতীয় স্থানে আছে।
আরও পড়ুনঃ সিএনজি চালু করতে বাস মালিকদের ভর্তুকি দেবে রাজ্য সরকার
এই খবরে খুশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী। ভবিষ্যতে পড়াশুনার ক্ষেত্রে আরও বেশি ভালো কাজ করার ব্যাপারেও উৎসাহিত করবে।
অনেকগুলো প্যারামিটারের ওপর নির্ভর করে এই কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং তৈরি করা হয়। এখানে ১১টি প্যারামিটারের কথা বলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, পড়াশুনার ক্ষেত্রে, পিএইচডি শিক্ষকের উপস্থিতি, কর্মচারীদের ভাবমূর্তি ইত্যাদি।