
দ্য ওয়াল ব্যুরো: আর্থিক অনিয়ম রুখতে অনেকদিন আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, পঞ্চায়েতে এক লক্ষ টাকার কাজ করতে গেলেও টেন্ডার ডাকতে হবে। কিন্তু তাই বলে টেন্ডার (Tender) ডেকে সরস্বতী পুজো (Saraswati Puja) ? এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)।
জোড়া নির্দেশিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় দরপত্র চেয়েছে। একটি দরপত্র চাওয়া হয়েছে পুজোর মণ্ডপ সজ্জা, আলপনা, অন্যান্য সাজ সরঞ্জামের জন্য। অন্যটি খাবারদাবারের। খাবারের মেনুতে থাকবে খিচুড়ি, আলুরদম, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি এবং নলেন গুড়ের রসগোল্লা।
কেন এমন টেন্ডার?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায় বলেছেন, ‘নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি টাকা খরচ করতে হলে টেন্ডার ডাকতে হয় এটাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম। তাই এই টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’
যদিও বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাসে পুজোর জন্য এমন কোনও দিন হয়নি বলেই দাবি অনেকের। এই ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেও নজিরবিহীন।
এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। অনেকের বক্তব্য, ছাত্র নেতাদের চাপ এড়াতেই এই পথে হাঁটতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনও ইউনিয়ন নেই। কিন্তু পুজোর জন্য বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্রদের একটি অংশ মোটা টাকা দাবি করছিল বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনেকের মতে, সেই কারণেই এই পথে হাঁটতে বাধ্য হতে হয়েছে। পুজোও হল, আবার নয়ছয় হল না।
তথ্যচিত্রে মোদী ও গুজরাত দাঙ্গা: বিবিসির দাবি, সরকারের ভয়ে মুখ খোলেননি ৩০ ভারতীয়