Latest News

মুখ্যমন্ত্রীর নাম বাদ মামলা থেকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri) কয়েকমাস আগে রাষ্ট্রপতির রূপ ও বর্ণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তার জেরে মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলায় জুড়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও। সোমবার সে ব্যাপারেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ওই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, এই মামলায় মুখ্যমন্ত্রীর কোনও ভূমিকা নেই। অযথা তাঁর নাম জুড়ে দেওয়া হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছে।

অখিল গিরির ওই মন্তব্য নিয়ে হইহই করে ময়দানে নেমেছিল বিজেপি। দেশজুড়ে এফআইআর দায়ের হয়েছিল রামনগরের বিধায়কের বিরুদ্ধে। বিজেপি এও বলেছিল, বর্তমান রাষ্ট্রপতি একজন আদিবাসী অংশ থেকে উঠে আসা মানুষ। সর্বোপরি তিনি মহিলা। অখিলের মন্তব্যেই স্পষ্ট তৃণমূল মহিলা ও আদিবাসীদের কী চোখে দেখে।

তবে কালক্ষেপ করেনি তৃণমূল। দলের তরফে নিন্দা জানানোর পাশাপাশি মমতা নিজে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চেয়েছিলেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রাষ্ট্রপতিকে আমি পছন্দ করি। শি ইজ সুইট লেডি।’

অনেকের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মুখ্যমন্ত্রীর নাম জুড়ে দেওয়া হয়েছিল জনস্বার্থ মামলায়। এদিন তা বাদ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

মমতা অনুব্রত-হীন বীরভূমে, সোমবার দুপুরেই দিল্লিতে কেষ্ট মামলার শুনানি

You might also like