Latest News

শনিবার লর্ডসে ঝুলনের অবসরের মুহূর্ত উঠে আসছে কলকাতায়, বড় পর্দায় ভাসবে ‘ঝুন্নুর বিদায়’

দ্য ওয়াল ব্যুরো: একটা আবেগের বলয় তৈরি হওয়ার অপেক্ষা। শনিবার লর্ডসে (Lords) ভারত ও ইংল্যান্ডের (India Vs England) বিরুদ্ধে তৃতীয় ম্যাচেই ঝুলন গোস্বামীর অবসরের (Jhulan Goswami Retirement) বৃত্ত সম্পূর্ণ হবে। চাকদহ থেকে লর্ডসের বারান্দা, এক দীর্ঘ পথের শেষ হতে চলেছে কাল শনিবার।

ওই মুহূর্তকে তিলোত্তমাও ধরে রাখতে চায়। সেই কারণে এলগিন রোডে আইনক্স ফোরামের বড় পর্দায় আড়াইটার সময় দেখানো হবে ওই ম্যাচ। ঝুলনের অবসরের মুহূর্ত উঠে আসবে একঝলক। সিএবি-র উদ্যোগেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

সানা ক্রিকেট খেললে ঝুলনকে অনুসরণ করতে বলতাম, বলছেন সৌরভ

দীর্ঘ ১৮ বছরের ক্রিকেট সরণী শেষ হতে চলেছে। ঘরের মেয়ের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর। ওই সন্ধিক্ষণকে স্মরণীয় করতে রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এদিন জানান, ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তির অবসরের মুহূর্ত আমরাও ধরে রাখতে চাইছি। সেই জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতীয় ড্রেসিংরুম অপেক্ষা করে রয়েছেন তাদের প্রিয় ঝুন্নুকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য। সারা দল তাকিয়ে রয়েছে ওই আবেগি মুহূর্তের দিকে। দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর থেকে শুরু করে স্মৃতি মান্ধানা, সকলেই বলছেন, ‘‘ঝুলন গোস্বামী এক প্রেরণার নাম। পুরো ম্যাচে কী করে ছন্দ বজায় রাখতে হয়, কী করে এনার্জি বজায় রাখতে হয়, সেটি শিখতে হবে ঝুন্নুদি-র থেকে।’’

প্রথম দু’টি ম্যাচ জিতে যাওয়ায় শনিবার ম্যাচের এমনি কোনও গুরুত্ব নেই। একটাই কারণে অন্য মাত্রা পাচ্ছে, সেটি হল ঝুলনের অবসরের কারণে। হরমনপ্রীত বলেছেন, “লর্ডস ম্যাচ আমাদের কাছে বিশেষ অনুভূতি হতে চলেছে। ঝুলনদি ওই ম্যাচের পরেই অবসর নেবে। আমরা চাই কোনও চাপ ছাড়া ওই ম্যাচ যতটা সম্ভব উপভোগ করতে। ওই ম্যাচ জিতেই ঝুলন দিকে সম্মান দিতে চাই।’’

You might also like