
দ্য ওয়াল ব্যুরো: কাল বাদে পরশু ভবানীপুরের (Bhabanipur) উপনির্বাচনের পাশাপাশি সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের বকেয়া সাধারণ নির্বাচন। এর মধ্যেই মঙ্গলবার বাকি চার বিধানসভা কেন্দ্রের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
দিনহাটা, শান্তিপুর, গোসাবা এবং খড়দহ– এই চার কেন্দ্রের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। ভোট গণনা হবে ২নভেম্বর।
দিনহাটা ও শান্তিপুরের ক্ষেত্রে জয়ী দুই প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের নির্দেশে সাংসদ হিসেবে রয়েছেন তাঁরা। তাই এই দুই কেন্দ্রে ফের ভোট করাতে হচ্ছে। অন্যদিকে ভোটের ফল ঘোষণার আগের দিন মৃত্যু হয়েছিল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ফল বের হতে দেখা যায় তিনিই জয়ী হয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করও প্রয়াত হন করোনা আক্রান্ত হয়ে।
এই চার কেন্দ্রের ফলাফল ছিল তৃণমূল-বিজেপি ২-২। উপনির্বাচনে দেখার বিজেপি তাদের জেতা দুই আসন ধরে রাখতে পারে কি না। উল্টোদিকে এও দেখার কোন দল কাদের প্রার্থী করছে এই চার আসনে।