Latest News

বৃহস্পতিবার থেকেই টালা ব্রিজে বাস চলাচল, পুজোর শুরুতেই সুখবর

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবনির্মিত টালা ব্রিজে (Tala Bridge) চলবে বাস (bus)। আগামীকাল (tomorrow), অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে বাস ও মিনিবাস চলাচল করবে।

মহালয়ার তিনদিন আগেই নতুন করে তৈরি হওয়া টালা ব্রিজ উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার থেকেই ছোট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল টালা সেতু। শুরুতেই নতুন ব্রিজে বাস বা লরির মতো ভারী যানবাহন চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তবে ধীরে ধীরে যে সমস্ত রকম যান চলাচলের জন্যই খুলে দেওয়া হবে সেতুটি, তা জানানো হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালে হঠাৎই ভেঙে পড়েছিল মাজেরহাট ব্রিজ। তারপরেই মহানগরীর বেশ কয়েকটি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপরেই, ২০১৯ সালের অক্টোবর মাসে পুজোর ঠিক আগে টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ৩ বছর পর অবশেষে জনসাধারণের জন্য খুলে গেল টালা সেতু। ৪টি লেন বিশিষ্ট এবং ৮০০ মিটার লম্বা এই নয়া সেতু তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।

নতুন পোশাক পরব না! নয়া নীল-সাদা ইউনিফর্ম ছিঁড়ে ফেলে দিল কোচবিহারের পড়ুয়ারা

You might also like