
দ্য ওয়াল ব্যুরো: ঢাকে কাঠি পড়ে গেছে। মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মায়ের বোধন (Durga Pujo 2022)। বেলা বাড়তেই রাস্তায় নামবে মানুষের ঢল। কলকাতা প্লাবিত হবে জনজোয়ারে, আগামী দু’তিনদিনের চিত্র থেকেই এটাই অনুমান করা যায়। অনেকেই রাতজেগে ঠাকুর দেখতে পছন্দ করেন, অনেকে আবার সন্ধ্যে সন্ধ্যে সেই কাজ মিটিয়ে নিতে চান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেন কলকাতায় (Kolkata)। তবে সকলের মনে চিন্তা থাকে বাড়ি ফেরার গাড়ি (Bus-metro-rail Service) পাওয়া যাবে তো?
পুজোর মরসুমে যাত্রীদের সুবিধার্থে রেল, মেট্রো রেল, বাস সব পরিষেবাই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন এবারের পুজোয় রাতে মেট্রো মিলবে তেমনই মিলবে ট্রেন ও বাসও। তাই চিন্তা ছাড়াই প্যান্ডেল হপিং করতে পারবেন দর্শনার্থীরা।
তবে বেরোনোর আগে এক নজরে দেখা নেওয়া যাক মেট্রো-বাস-রেল পরিষেবার খুঁটিনাটি—
মেট্রো পরিষেবা:
ষষ্ঠীতে
প্রথম মেট্রো
সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮:০৫: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ৮:১০: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
শেষ মেট্রো
রাত ১০:৩৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৪০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৫০- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০:৫০- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো
সপ্তমী, অষ্টমী এবং নবমী
প্রথম মেট্রো
দুপুর ১: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ১: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
শেষ মেট্রো
ভোর ৩:৪৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
ভোর ৩:৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
ভোর ৪- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
ভোর ৪- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো
দশমী
প্রথম মেট্রো
দুপুর ১: দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
দুপুর ১: দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
সকাল ১: দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
শেষ মেট্রো
রাত ৯:৪৮- দক্ষিণেশ্বর থেকে সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ৯:৫০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০টা- দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার মেট্রো
রাত ১০টা- কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার মেট্রো
রেল পরিষেবা:
ভিড় সামলাতে পুজোর পাঁচদিন শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।
হাওড়া থেকে বাড়তি ট্রেনের সূচি:
ব্যান্ডেল লোকাল মিলবে রাত ১২:৪৫ ও রাত ১টায়
বর্ধমান মেন লাইনে শেষ ট্রেন হাওড়া থেকে পাওয়া যাবে ১:৫১ মিনিটে
কর্ড লাইনের ট্রেন ছাড়বে রাত ১:১৫ মিনিটে
ব্যান্ডেল থেকে হাওড়া আসার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টা
বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন পাওয়া যাবে রাত সাড়ে ১০টা ও রাত সাড়ে ১১টা
তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন মিলবে রাত ১১টায়
শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২:২৫ মিনিটে
শিয়ালদহ থেকে বাড়তি ট্রেনের সূচি:
শিয়ালদহ থেকে নৈহাটি যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১১:৪৫ ও ২:৩০-এ।
নৈহাটি থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১২:২৫ ও ২:৫৫ মিনিটে।
এছাড়াও রাতে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। মানুষ যাতে রাস্তায় বেরিয়ে অসুবিধায় না পড়ে সেইজন্যই এই সিদ্ধান্ত। যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শহরে। সবরকম পরিস্থিতি সামলা দিতে প্রস্তুত কলকাতা।
জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি, ভোলবদল আবহাওয়ার! ষষ্ঠীতে কি বৃষ্টি