Latest News

মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত ১৪, ঘটনাস্থলে উদ্ধব

দ্য ওয়াল ব্যুরো: চারতলা বাড়ি ধসে পড়ে সোমবার গভীর রাতে মৃত্যু হল ১৪ জনের। (building collapses in mumbai) মুম্বইয়ের কুরলা পূর্বের নায়েক নগরের ঘটনা। উদ্ধার কাজ এখনও চলছে। ধ্বংসস্তূপের নীচে এখনও মানুষ আটকে রয়েছে বলে আশঙ্কা।

এছাড়াও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ন’‌জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (building collapses in mumbai) উদ্ধব ঠাকরে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

ঘটনাটি রাত বারোটা নাগাদ বলে জানা গেছে। খবর পেয়েই দমকল ও পুলিশের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) প্রতিনিধি প্রবীণা মোরাজকর বলেন, ‘‌নায়েক নগরে একটি চারতলা বিল্ডিং ধসে পড়েছে। ফায়ার ব্রিগেড ও পুলিশ উদ্ধার অভিযান চালচ্ছে।’‌

ঘটনাস্থলে এসেছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। তিনি ঘটনাটিকে ‘‌দুর্ভাগ্যজনক’‌ বলেছেন। তিনি জানান, পুরসভার উচিত বিপজ্জনক বাড়িগুলি খালি করে দেওয়া। আশেপাশের বাসিন্দাদের ক্ষতি না করে ওই বাড়িগুলো ফাঁকা করে ভেঙে ফেলতে হবে।

শতবর্ষের মুখে মুক্তি পাবে বাজপেয়ীর বায়োপিক

You might also like