
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: জমি নিয়ে বিবাদের জেরে দাদার মাথায় মুগুর মেরে খুন করল ভাই (brother killed elder brother)! খড়্গপুরের ঘটনা। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। খড়্গপুর (Kharagpur) গ্রামীণ থানার পুলিশ এসে অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করে।
খড়্গপুর গ্রামীণ থানার সামরাইপুর রিশা গ্রামে বাড়ি দাদা সুকুমার আড়ি ও ভাই সঞ্জয় আড়ির। তাঁদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। স্থানীয়দের দাবি, বুধবার দুই ভাইয়ের মধ্যে অশান্তির সময় হঠাৎই দাদা সুকুমারের ছোট্ট নাতনিকে মারতে তেড়ে যায় ভাই সঞ্জয়। সেই সময় দাদা বাধা দিলে তাঁর মাথায় সজোরে মুগুরের বাড়ি আঘাত করে ভাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুকুমার আড়ির।
মৃতের মেয়ের অভিযোগ, কাকার অত্যাচারে এর আগে মা আত্মহত্যা করে। এবার বাবাকে খুন করল কাকা। এমনকি কাকার এই ব্যবহারের কারণে তাঁর নিজের স্ত্রীও বাড়ি ছেড়েছেন বলে দাবি করেন তিনি। মৃতের মেয়ের আরও অভিযোগ, “কাকা বারবার বলত মেরে ফেলবে। কিন্তু বাবা ভেবেছিল এসব কিছু হবে না। শেষ পর্যন্ত যা বলেছিল তাই করে দেখাল কাকা।”
ভাইয়ের হাতে দাদা খুনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরে। মৃতের প্রতিবেশীরা অভিযুক্ত ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত সঞ্জয় আড়িকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।
স্কুলের নির্বাচনে হেরে কাউন্সিলরের তাণ্ডব! কেঁদে ফেললেন হেড মাস্টার