Latest News

বিপদজ্জনক ফরাক্কার কেদারনাথ ব্রিজ, ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এক প্রান্তের অংশ বসে যাওয়ায় ফারাক্কার কেদারনাথ ব্রিজে ( Farakka Bridge ) ভারী যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। আগামী ২৪ তারিখ পর্যন্ত এই ব্রিজে ট্রাক, বাস, ভারী কন্টেনার ( Heavy Vehicle ) উঠতে দেওয়া হবে না। তাতে আমদানি ও রফতানির ( Export-Import) ক্ষেত্র কিছুটা ধাক্কা খাবে। বাসযাত্রীরাও ভোগান্তিতে পড়বেন।

ঝাড়খণ্ডের সঙ্গে বাংলাকে ( Jharkhand-Bengal ) সংযোগ করেছে মুর্শিদাবাদেরএই ব্রিজ। প্রতিদিন এই পথেই আন্তরাজ্য আমদানি-রফতানির ব্যবসা চলে। ঝাড়খণ্ড থেকে আনা পাথর এই ব্রিজের মাধ্যমে মালদহ হয়ে উত্তরবঙ্গ নিয়ে যাওয়া হয়। ব্রিজে ভারী গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়লেন ব্যবসায়ীরা। ট্রাক মালিকদের দাবি এর ফলে কোটি কোটি টাকার ক্ষতি হবে।

৯১ লক্ষ চাষিকে আড়াই হাজার কোটির উপর সাহায্য! ‘কৃষক বন্ধু’ প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্থানীয়দের অভিযোগ, কলকাতা বন্দরে জলের নাব্যতা ঠিক রাখতে ফরাক্কার ফিডার ক্যানেল কাটা হয়েছিল। সেই সময় ফরাক্কার পশ্চিম পাড়ের গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেদারনাথ ব্রিজ তৈরি করেছিল ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। কিন্তু তারপর থেকে তেমনভাবে দেখভাল না হওয়ায় ব্রিজটির অবস্থা বেহাল হয়ে পড়েছে।

এই মুহূর্তে ব্রিজের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে ফারাক্কা এনটিপিসি ও অম্বুজা সিমেন্ট কর্তৃপক্ষ। রাস্তা বসে যাওয়ার খবর পেয়ে দুই সংস্থার প্রতিনিধিরা সেখানে গিয়ে ব্রিজটিকে পর্যবেক্ষণ করেছেন। দ্রুত ব্রিজ সারানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তাঁরা।

You might also like