Latest News

কোপায় আর্জেন্টিনাকে চার গোলে চূর্ণ করল ব্রাজিল

দ্য ওয়াল ব্যুরো: ছেলেদের হারের মধুর প্রতিশোধ নিল ব্রাজিলের (Brazil) মহিলা ফুটবল দল। তারা কোপা আমেরিকা (Copa America) কাপে আর্জেন্টিনাকে (Argentina) ৪-০ গোলে চূর্ণ করেছে।

গত মরসুমে নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে কোপা আমেরিকার খেতাব খুইয়েছিলেন নেমাররা। ছেলেরা না পারলেও মেয়েরা সেই হারের জবাব নিয়েছেন। ব্রাজিলের মহিলারা কার্যত উড়িয়ে দিল আর্জেন্টিনাকে।

রোহিতকে মাঠেই কটূক্তি হার্দিকের! হইচই ফেলে দিল ভাইরাল ভিডিও

মসৃণ জয়ে ব্রাজিল টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু করেছে। ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করেছে সেলেকাওরা। ২৮ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। প্রথম গোল করেন আদ্রিয়ানা লিল ডি’সিলভা। ৩৬ মিনিটে বেতিজ জানেরাত্তোর গোলে ২-০-তে এগিয়ে যায় সাম্বা দল।

ফিফা তালিকায় এই আর্জেন্টিনা দল রয়েছে ৩৫তম স্থানে। আর ব্রাজিল রয়েছে পাঁচে। ক্রম তালিকায় যতটা হেরফের, ততটাই আবার খেলাতেও অনেকটা পিছিয়ে ব্রাজিল। দুই দলের এই পার্থক্য স্পষ্ট হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আদ্রিয়ানা। ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান ডি অলিভেরার গোলে সহজ জয় নিশ্চিত করে ব্রাজিলীয়রা।

You might also like