Latest News

বেড়েছে গ্যাসের দাম, গোবর কুড়িয়ে ঘুঁটে দিয়ে রান্না চলছে নানা জায়গায়

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ায় (Price Hike)নাজেহাল রাজ্য তথা দেশবাসী। বর্ধিত দামে গ্যাস কিনতে না পেরে অনেকেই আবার ফিরে যাচ্ছেন কাঠ কুড়িয়ে রান্না করায়। কেউ বা জ্বলানি হিসাবে গোবরের (Cow Dung) তৈরি ঘুঁটে ব্যবহার করছেন। সব মিলিয়ে পুরোনো দিনে ফিরে যাওয়ার জোগাড়!

বুধবার এক ধাক্কায় ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।এর ফলে বাড়িতে ব্যবহার করার এলপিজির সিলিন্ডার পিছু নতুন দাম হয়েছে ১০৭৯ টাকা ৫০ পয়সা। দামের জ্বালায় জেরবার দেশবাসী। সূত্রের খবর, এই দাম দিয়ে সিলিন্ডার কেনার ক্ষমতা নেই, এমন পরিবারের সংখ্যা অজস্র। এলপিজির বিকল্প হিসাবে কাঠ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অনেকে। মাঠ কিংবা বাগান থেকে গাছের শুকনো ডাল কুড়িয়ে আনছেন তাঁরা। কেউ আবার মাঠে পড়ে থাকা গোবর তুলে এনে ঘুঁটে দিচ্ছেন। যাঁদের বাড়িতে গরু আছে, তাঁরা নিজেরাই ঘুঁটে বা মশাল তৈরি করে তার সাহায্যে রান্না করছেন।

নিজেদের কাজে লাগার পর বেঁচে যাওয়া মশাল কিংবা ঘুঁটে বিক্রি করেও দিচ্ছেন অনেকে। এতে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের উপার্জনের রাস্তা প্রশস্ত হচ্ছে বটে, তবে এই বিকল্প উপার্জনের পথ খুঁজে পেয়ে মোটেও খুশি নন তাঁরা।

সবথেকে সমস্যায় পড়েছেন নির্মাণকর্মীরা। করোনা অতিমহামারীর পর থেকে এমনিতেই কাজ কমেছে তাঁদের। তার উপর একদিন যদি কাজ বন্ধ যায়, তাহলে সেদিনের টাকাও মিলবে না। তার মধ্যেই বেড়েছে ইট, বালি, সিমেন্টের দাম। ফলে, বাড়ি বানাতে ভয় পাচ্ছেন অনেকেই। এর জেরেই কাজ কমেছে নির্মাণকর্মীদের। সারা মাসে তাঁদের হাত কাজ থাকছে ১০-১২ দিন। মাসে অর্ধেকেরও কম দিন কাজ করে ছেলে মেয়ের পড়াশোনা সমেত সংসারের খরচ টানতে হিমশিম খাচ্ছেন তাঁরা। রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে দারিদ্রসীমার নিচে থাকা মানুষের। তাঁদের আগামী দিনগুলি কীভাবে কাটবে সেই নিয়েই উঠছে প্রশ্ন।

রাস্তার উপর উনুন জ্বালিয়ে ডালভাত রান্না তৃণমূলের, গ্যাসের দাম নিয়ে প্রতিবাদে চন্দ্রিমা

You might also like