
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের দরজা (Train) দিয়ে মুখ বের করে পোস্টে ধাক্কা লেগে মৃত্যু যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দিঘাগামী ট্রেনে (Accident)। উলুবেড়িয়া (Uluberia) ও বীরশিবপুর স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, ট্রেন থেকে মুখ বের করে গুটখার পিক ফেলতে গেছিলেন ওই যুবক। তখনই পোস্টে তাঁর মাথা সজোরে ঠুকে যায়। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যান তিনি।
মৃতের নাম শেখ আরিফ। বয়স মাত্র ১৮ বছর। চার বন্ধু মিলে তাঁরা দিঘা যাচ্ছিলেন ঘুরতে। মৃত যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজের চড়িয়ালের আলমনগরে। উলুবেড়িয়া থেকে চার বন্ধু মিলে তাঁরা দিঘার ট্রেনে উঠেছিলেন।
ট্রেন থেকে আরিফ পড়ে গেলে তাঁর বন্ধুরা চেন টেনে ট্রেন থামান। যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ! মগরায় গুরুতর আহত একাধিক ছাত্র