
দ্য ওয়াল ব্যুরো: গলায় গামছার ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে।
জানা গেছে মৃতের নাম সত্যজিৎ সর্দার (২১)। সে সুন্দরবনের ঝড়খালি কোস্টাল থানার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। রবিবার রাতে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। প্রেমঘটিত কারণেই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, ওই যুবক পেশায় ব্যবসায়ী। তার একটি জুতোর দোকান রয়েছে। প্রায় দু’বছর ধরে প্রতিবেশী এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। উভয়ের পরিবারই এই সম্পর্কের কথা জানত। মেয়েটির সঙ্গে আচমকা মনোমালিন্যের কারণেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সত্যজিৎ, অনুমান তেমনটাই। পরিবারের তরফেও সে কথাই জানানো হয়েছে।
রবিবার রাতে সত্যজিৎ গলায় গামছার ফাঁস দিলে তার মা তা দেখতে পান। চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করেন তিনি। যুবককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হয় বলে খবর। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। যুবককে বাঁচানো যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঠিক কী কারণে এই আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।