Latest News

Bowbazar: ফের বিপর্যয় বউবাজারে, বাড়ির পর জলের পাইপে ফাটল! বন্ধ জল সরবরাহ

দ্য ওয়াল ব্যুরো: নিচে মেট্রোর কাজ চলছে, যার জেরে বিপত্তি দেখা গিয়েছিল বউবাজারে (Bowbazar)। এই এলাকার দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। এর মধ্যেই সোমবার সকালে ফের ফের বিপত্তি দেখা গেল বউ বাজারে। মেট্রোর কাজ চলাকালীন জলের পাইপ (Water Pipe) ফেটে গেল। বন্ধ একাধিক বাড়ির জল সরবরাহ।

জানা গেছে, এই এলাকার একটি পাইপ লাইনে ফাটল দেখা দেয়। মেট্রোর কাজের সময়ই এই ঘটনা ঘটেছে। এলাকার (Bowbazar) গলির ভেতরের এই পাইপ লাইল ফেটে যাওয়ায় সকাল থেকেই জল নেই এলাকার অনেক বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরসভার আধিকারিকরা।

এদিকে সোমবার থেকেই দুর্গা পিতুরি লেনের দুটি বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে। প্রথমে আংশিক ভাঙা হবে, প্রয়োজনে গোটা বাড়িই ভাঙা হতে পারে বলে সূত্রের খবর। কেএমআরসিএলের তরফে জানানো হয়, ২৫টি বাড়ি ভাঙা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্ট এসে পৌঁছলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার রাতে মেট্রো রেলের কাজের জন্য ফাটল দেখা যায় বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে। জানা গেছে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তৎক্ষণাৎ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় গেস্ট হাউসে তাঁদের থাকার ঠিকানা হয়। সেই সব বাড়ি ভেঙে মেরামতির কাজও হবে।

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দাপটও! কলকাতা ভিজবে কবে?

You might also like