
দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের (Gurgaon) একটি নাইট ক্লাবের ৬ জন বাউন্সারসহ (Six bouncers) ম্যানেজারকে (manager) গ্রেফতার (arrested) করল পুলিশ। জানা যায়, এক মহিলার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওর ভিত্তিতেই পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, নাইট ক্লাবের বাইরে কিছু ছেলেমেয়েকে বেধড়ক পেটাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, পরবর্তীতে মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
বাউন্সাররা ছেলেগুলোকে ধরে ঘুষির পর ঘুষি চালাচ্ছে। কিছু মেয়ে তাদের বাঁচাতে গেলে মেয়েগুলোকেও মারতে দেখা যায় ভিডিওতে। তাঁদের মধ্যে একজন বাউন্সারের হাতে লাঠিও দেখতে পাওয়া যায়। ছেলেমেয়েগুলি নিজেদের বাঁচানোর জন্য ঘুরিয়ে বাউন্সারদের মারতে গেলেও তাদের শক্তিতে তা কুলায় না।
এই ঘটনা চলাকালীন ভিডিও করেন এক মহিলা। ভিডিওতে তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘রক্ত! দয়া করে থামুন আপনারা’।
জানা যায়, গুরগাঁওয়ের উদ্যোগ বিহার এলাকার একটি নাইট ক্লাবের ঘটনা এটি। একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আহতরা আরও জানিয়েছেন যে বাউন্সাররা তাঁদের কাছ থেকে একটা ঘড়ি ও ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ছেলেমেয়েগুলি ক্লাবের বাউন্সারদের কিছু খারাপ কথাবার্তা বলে। যা পরে হাতাহাতিতে পৌঁছায়।
উত্তরপ্রদেশের পুলিশ ক্যাম্পে ‘পশুরও অখাদ্য’ খাবার, কান্নায় ভেঙে পড়লেন কনস্টেবল