Latest News

দেশে আজ থেকেই বুস্টার ডোজ, তিন নম্বর টিকা পাবেন বয়স্করা, খুঁটিনাটি জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে আজ থেকেই শুরু হতে চলেছে কোভিডের বুস্টার বা প্রিকশনারি ডোজের টিকাকরণ। আজ থেকে বয়স্করা ভ্যাকসিনের তিন নম্বর ডোজ পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের এই টিকা দেওয়া শুরু হবে সোমবার থেকে।

শুধু ষাটোর্ধ্ব বয়স্ক নাগরিকরাই নন, প্রিকশনারি ডোজ পাবেন দেশের প্রথমসারির কোভিড যোদ্ধারাও। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মচারী, পুলিশ প্রভৃতি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

বড়দিনের রাতে জাতির উদ্দেশে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি কোভিড যোদ্ধা এবং কোমর্বিড বয়স্কদের তিন নম্বর টিকা দেওয়ার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই টিকা নেওয়ার জন্য কাউকে আগে থেকে কোউইন পোর্টালে রেজিস্ট্রার করতে হবে না। যাঁরা টিকা নিতে ইচ্ছুক তাঁরা সোজা টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে প্রিকশনারি বা বুস্টার ডোজ।

কোভিডের দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে। আগের দুবার যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল, তিন নম্বর বারেও সেই ভ্যাকসিনই নিতে হবে। এক্ষেত্রে কোভিশিল্ড আর কোভ্যাকসিনের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করা যাবে না।

দেশজুড়ে দিন দিন রেকর্ড হারে বাড়ছে কোভিড সংক্রমণ। সংক্রমণের এই ঢেউয়ের মাঝে বুস্টার টিকা দেওয়া শুরু হচ্ছে ভারতে। সেই সঙ্গে ছোটদের প্রথম টিকা দেওয়াও চলছে। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা পাচ্ছে কোভ্যাকসিন টিকা।

You might also like