Latest News

বনগাঁয় সোনার বিস্কুটের খোঁজে অপহরণ! পিটিয়ে খুন করা হল ট্রাকচালককে

দ্য ওয়াল ব্যুরো: সোনার বিস্কুটের (Gold Biscuit) খোঁজে বনগাঁয় এক ট্রাক চালককে অপহরণ (Kidnap) করে খুনের ঘটনা ঘটল। মৃতের নাম গৌর দত্ত (৫২)।

জানা গেছে, গৌরবাবুর বাড়ি বনগাঁ (Bongaon) পুরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপোটি এলাকায়। তিনি পেশায় ট্রাক চালক। সূত্রের খবর, আগে বাংলাদেশ থেকে সোনা পাচারের কাজ করতেন গৌরবাবু। বুধবার ট্রাক নিয়ে পেট্রাপোল হয়ে বাংলাদেশে (Bangladesh) গিয়েছিলেন গৌরবাবু। রাতে তিনি বাড়ি ফিরে আসার পর কয়েকজন বাড়িতে আসে। গাড়ি তল্লাশি করে দেখার জন্য গৌরবাবুকে নিয়ে যায় তারা।

বেশ কিছুক্ষণ কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোক পুলিশে খবর দেয়। সেদিন রাতেই গোপালনগর থানার সিমলে ফাঁড়ি এলাকা থেকে গৌরবাবুকে গুরুতর আহত অবস্থায় তুলে এনে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। হাসপাতালেই মৃত্যু হয় গৌর দত্তের।

সূত্রের খবর, এদিন বাংলাদেশের একজন তাঁর কাছে কয়েকটি সোনার বিস্কুট দিয়েছিল। কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের জওয়ানরা সেগুলি নিয়ে নেয়। পরিবারের অভিযোগ, সোনার বিস্কুটের খোঁজেই তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

শিশুর নাকে আটকে বাদাম, ১৭ ঘণ্টার চেষ্টায় বাঁচালেন ডাক্তাররা

You might also like