
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল (TMC) নেতার বাড়ি লক্ষ্য করে বোমা (bomb) ছোড়ার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল নন্দীগ্রামে (Nandigram)। ঘটনায় বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙুল উঠেছে। সূত্রের খবর, নন্দীগ্রামের গোকুলনগরের বাসিন্দা ওই তৃণমূল নেতার নাম স্বপন কর। গত ১০ নভেম্বর করপল্লীতে শহিদবেদী পোড়ানোর মামলায় তিনি অন্যতম সাক্ষী। সেই কারণেই এই হামলা বলে অভিযোগ শাসকদলের।
পরে স্বপনবাবু বলেন যে, শুধু বোমা ছোড়াই নয়, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই এধরনের কার্যকলাপের মাধ্যমে বিজেপি এলাকা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের শাসকদলের নেতারা।
যদিও বিজেপি শিবির নিজেদের ঘাড় থেকে সমস্ত দায় ঝেড়ে ফেলেছে। তাদের পাল্টা দাবি, তৃণমূলই এই কাজগুলি করছে। ওরা আসলে গ্রামে গ্রামে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। এর পেছনে বিজেপির কোনও হাত নেই।
এদিকে, বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর এলাকায় যায় পুলিশ। তবে মাঝে ১২ ঘণ্টা কেটে গেলেও পুলিশ দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে চলেছে, তা এখনও জানা যায় নি।
লালনের মৃত্যুতে সিবিআইয়ের দায় আছে, পুলিশ এফআইআর করে ভুল করেনি: হাইকোর্ট