Latest News

তৃণমূল নেত্রীর বাড়ি লক্ষ্য করে পর পর বোমা! উত্তেজনা খড়্গপুরে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল নেত্রীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি ( Bombing At TMC Leader Home) ! বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী তাণ্ডবে ফের উত্তপ্ত খড়্গপুর শহর ( Kharagpur )। ২৬ নম্বর ওয়ার্ডের পাঁচপীর এলাকায় তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা সি’র বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা পর পর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমা ফাটার বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। গোটা এলাকায় তল্লাশি চালিয়ে একটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা তৃণমূল নেত্রী বাড়িতে বোমা মারল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নন্দীগ্রামে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি!

কয়েকদিন আগেই স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুরসভার এক অস্থায়ী কর্মীকে কু’প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল কাউন্সিলের এমন কীর্তির কথা সামনে আসতেই ওই নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ঘটনার সঙ্গে এই বোমাবাজির যোগ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন নেত্রী নিজেই। তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কার দাবি, তাঁকে ভয় দেখিয়ে প্রতিবাদ স্তব্ধ করা যাবে না। তাঁর বক্তব্য, বাড়িতে বয়স্ক বাবা-মা, এবং নাবালক সন্তান রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। খড়্গপুর টাউন থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দাদেরও বক্তব্য, এধরনের ঘটনা এলাকায় আগে ঘটেনি, কে বা কারা এমন কাজ করল পুলিশ তা খতিয়ে দেখুক। ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারার বক্তব্য, তৃণমূল নেতার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে সেটা শাসকদলের অভ্যন্তরীণ ব্যাপার। পুলিশের ঘটনাটি তদন্ত করে দেখা উচিত।

You might also like