
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গণহত্যা (Bogtui Violence) কাণ্ডের প্রধান অভিযুক্ত লালন শেখকে দু’দিন আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এবার তারা গ্রেফতার করল আরেক অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখকে। এই জাহাঙ্গির নিহত তৃণমূল নেতা ভাদু শেখের (Bhadu Sheikh) নিজের ভাই।
মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গিরকে সিবিআই (CBI) গ্রেফতার করে। তাকে বুধবার বেলায় রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। গত ২১ মার্চ রাত ৮ টা নাগাদ বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান ভাদু শেখ বোমার আঘাতে খুন হন। এরপরই বগটুই গ্রামে ভাদুর অনুগামীরা গণহত্যা সংঘটিত করে বলে অভিযোগ।
ওই রাতে বগটুইয়ে ৭ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাদু শেখকে খুন করা হয়। পাল্টা ভাদুর অনুগামীরা গণহত্যা চালায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই বগটুই কাণ্ডের তদন্তভার হাতে নেয়। তারা বারবার ফরেনসিক বিশেষজ্ঞদের এনে তদন্তও চালায়। যদিও সেই তদন্ত বেশিদূর এগোয়নি বলে অভিযোগ উঠেছিল। এরই মাঝে ২১ জুন বগটুই কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।
তবে লালন শেখের পরই ভাদুর ভাই জাহাঙ্গির শেখ গ্রেফতার হওয়ায় বগটুই তদন্ত আবার গতি পেয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কাতারে বিশ্বকাপ, কলকাতায় বেটিং! ম্যাচ চলার সময়ে দমদমের ফ্ল্যাট থেকে ধৃত ছত্তীসগড়ের আট যুবক