Latest News

২ হাজার কর্মী ছাঁটাই করবে বোয়িং! লোকসান কমাতে কাটছাঁটের সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক আন্তর্জাতিক সংস্থায় চলছে কর্মী (staff) ছাঁটাই (Lay off)। এবার সেই তালিকায় নাম জুড়ল বিমান নির্মাণ সংস্থা বোয়িং (Boeing)-এরও। সূত্রের খবর, ব্যবসায় লোকসান কমাতে প্রায় ২ হাজারের কাছাকাছি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বোয়িং-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে যে, “সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোম্পানির তরফে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ভাবা হয়েছে। তবে কোন কোন দফতরের কর্মী কমিয়ে দেওয়া হবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত পরিকল্পনা করা হয়নি।

জানা গেছে, সংস্থার পরিকল্পনায় অর্থ দফতর এবং মানব সম্পদ উন্নয়ন দফতরের কর্মী সংখ্যা হ্রাস করার ভাবনা রয়েছে। যদিও এখনও অবধি কোনও কর্মীর হাতেই ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়নি। কবের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে, তা বোয়িং সংস্থা নিজেরাই জানাবে বলে সূত্রের খবর।

ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর নাম বিশ্বের উজ্জ্বলতম ছাত্রছাত্রীদের তালিকায়! নাতাশাকে চিনে নিন

You might also like