
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের ভিতর সিটের তলা থেকে মিলল হলুদ প্যাকেটে মোড়া এক তরুণীর মৃতদেহ (body of woman found in train)। মঙ্গলবার রাতে বাঙ্গারপেট থেকে বেঙ্গালুরুগামী (Bengaluru) ট্রেনে পাওয়া গেছে দেহটি।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি কম্বলে মোড়া ছিল। একাধিক প্লাস্টিক প্যাকেটের মধ্যে কম্বল সমেত ঢুকিয়ে রাখা হয়েছিল দেহটি, যা বাইরে থেকে লাগেজ ব্যাগের মতো দেখতে লাগছিল। ট্রেনটি রাত ১১টা নাগাদ বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনালে দাঁড়ায়। সেই সময় সন্তোষ কুমার নামে একজন এসি মেকানিকের চোখে পড়ে দেহটি।
তিনি জানিয়েছেন, সেদিন রাত ৮.৪০ নাগাদ কোলারের করমণ্ডল স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন তিনি। তখনই তাঁর চোখে পড়েছিল হলুদ রঙের প্যাকেটটি। বেঙ্গালুরু পৌঁছানোর পর যখন সমস্ত যাত্রীরা নেমে যান, তখনও সেখানে ওই ভাবেই পড়েছিল প্যাকেটটি। তা দেখেই সন্দেহ হয় সন্তোষ কুমারের। এরপরেই তিনি ও তাঁর এক সহকর্মী রেল পুলিশ এবং কর্তৃপক্ষকে প্যাকেটটির বিষয়ে জানান।
জানতে পেরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল কর্তৃপক্ষ এবং পুলিশ। হলুদ প্যাকেটটি খোলার পরেই কম্বলে মোড়া অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তরুণীকে। ঘটনায় খুনের মামলা রুজু করা হয়েছে। কে বা কারা তাঁকে খুন করল, কীভাবেই বা সকলের চোখ এড়িয়ে ট্রেনের সিটের তলায় ফেলে গেল দেহটি, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
১১ লক্ষ টাকার পণ ফেরালেন পাত্র, মাত্র ১ টাকা উপহার নিয়ে করলেন বিয়ে! মুজফ্ফরনগরে অনন্য দৃষ্টান্ত